চ্যানেল ২৪ ডিজিটালের ‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ: ০৪ জানুয়ারি ২৩ । ১৯:৩১ | আপডেট: ০৪ জানুয়ারি ২৩ । ১৯:৩১

অনলাইন ডেস্ক

অতিথিদের সঙ্গে বিজয়ীরা

কাতার বিশ্বকাপ নিয়ে চ্যালেল ২৪ আয়োজিত ‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনে চ্যানেল ২৪ মিলনায়তনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন এসিআই ফার্টিলাইজারের পরিচালক কৃষিবিদ বশির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক তালাত মামুন, স্পোর্টস এডিটর দিলু খন্দকার, ডিজিটাল মিডিয়ার প্রধান মো. রাজীব খান এবং চ্যানেল ২৪ এর অনলাইন ইনচার্জ মাজহার খন্দকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এমন সুন্দর আয়োজনের জন্য চ্যানেল ২৪ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। তাদের অনন্য আয়োজনের মাধ্যমে খেলাপ্রেমীরা বিশ্বকাপ ফুটবলের অনেক অজানা গল্প জানার সুযোগ পেয়েছেন।

তিনি আরও বলেন, এই পুরস্কার আমাদের জাতীয় জীবনে এবং আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দীক্ষা তা বাস্তবায়নে ভূমিকা রাখবে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে সুন্দরভাবে জীবন সাজাতে এই আয়োজন সহায়ক হবে।

এসময় বিজয়ীরা চ্যানেল ২৪ ডিজিটাল মিডিয়ার ভূয়সী প্রশংসা করে নিয়মিত এ ধরনের আয়োজন করার আহ্বান জানান।

প্রসঙ্গত, বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের পুরো সময় চ্যানেল ২৪ ডিজিটাল মিডিয়ার পাঠকরা খেলা সম্পর্কে তাদের লেখা পাঠান। সেসব লেখা বাছাই করে প্রতিষ্ঠানটির অনলাইনে (www.channel24bd.tv) প্রকাশ করা হয়। বিশ্বকাপ শেষে লটারির মাধ্যমে ১০ জন বিজয়ী নির্বাচন করা হয়। ‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতায় স্পন্সর ছিল এসিআই ফার্টিলাইজার ও রকমারি ডটকম।

‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন মাজহারুল ইসলাম শামীম (ফেনী সরকারি কলেজ), শাহরিয়ার নাসের (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), আবু হানিফ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), আব্দুল্লাহ ইমরান (সাভার, ঢাকা), মোহাম্মাদ আরিফ (দিনাজপুর), গোলাম মোস্তফা (ময়মনসিংহ), গাজী আনিস (ঢাকা), নবাব হোসেন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ফায়জার মোহাম্মাদ শাওলিন (জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়) ও শাহজাদা সেলিম রেজা (মানিকগঞ্জ)।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com