বাংলাদেশের জ্বালানি বাজার উন্মুক্ত করতে সহযোগিতা দেবে ভারত

প্রকাশ: ০৪ জানুয়ারি ২৩ । ১৯:৫৬ | আপডেট: ০৪ জানুয়ারি ২৩ । ১৯:৫৬

সমকাল প্রতিবেদক

বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত উন্মুক্ত করতে চায় বাংলাদেশ। এ বিষয়ক নীতিমালা তৈরির কাজ চলছে। বাজার উন্মুক্ত করার প্রক্রিয়ায় নিজেদের অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেছে ভারত।

দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগর বিষয়কমন্ত্রী হারদীপ পুরি আজ বুধবার বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহ ব্যক্ত করেন।

নয়া দিল্লিতে সৌজন্য সাক্ষাতে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

নসরুল হামিদ বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক অবস্থা সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, ভারত থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পেতে চাই। এ সময় ডিজেল আমদানি, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন, এলএনজি আমদানি, সমুদ্রে গ্যাস অনুসন্ধান ইত্যাদি বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

হারদীপ পুরি বলেন, জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে দুই দেশ নিবিড়ভাবে কাজ করবে। বাংলাদেশ জ্বালানি বাজার উন্মুক্ত করতে চাইলে ভারত প্রয়োজনীয় সহযোগিতা করবে। এ সময় তিনি বলেন, পেট্রোলিয়াম ইনস্টিটিউটের আধুনিকায়ন ও মানব সম্পদ উন্নয়নে একসাথে কাজ করা যেতে পারে।

আলোচনাকালে অন্যেদের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com