ঢাবিতে শেখ কামাল দম্পতির নামে ট্রাস্ট ফান্ড গঠন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ০৬ জানুয়ারি ২৩ । ১৪:৫৯ | প্রিন্ট সংস্করণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল ও তাঁর স্ত্রী সুলতানা কামালের নামে ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে 'শেখ কামাল-সুলতানা কামাল' ট্রাস্ট ফান্ড গঠন করা হয়।

পরে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়াউর রহমান এ ট্রাস্ট ফান্ডের ৪০ লাখ টাকার চেক উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের হাতে তুলে দেন। অনুষদের অভ্যন্তরীণ আয় থেকে এ টাকা দেওয়া হয়।

উপাচার্য বলেন, এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্ম শহীদ শেখ কামাল ও সুলতানা কামালের বর্ণাঢ্য জীবন এবং আদর্শ সম্পর্কে জানতে পারবে।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শহীদ শেখ কামালের চাচা শেখ কবির হোসেন ও সুলতানা কামালের ভাই গোলাম আহমেদ টিটো উপস্থিত ছিলেন।

শেখ কামাল ও সুলতানা কামাল- দু'জনেই সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ছিলেন। ট্রাস্ট ফান্ড গঠনের মাধ্যমে তাঁদের প্রতি অনুষদের কিছুটা হলেও দায় শোধ হলো বলে মনে করেন ফান্ড গঠনের উদ্যোক্তা। ফান্ডের আয় থেকে প্রতি বছর ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জনকারী এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও বৃত্তি দেওয়া হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com