৪০ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জনকারীদের সংবর্ধনা

প্রকাশ: ০৬ জানুয়ারি ২৩ । ১৯:১৩ | আপডেট: ০৬ জানুয়ারি ২৩ । ১৯:১৩

ফরিদপুর অফিস

৪০ বা তদুর্ধ বয়স অতিক্রমের পর স্নাতক ডিগ্রি অর্জনকারীদের সংবর্ধনা দেওয়া হয়- সমকাল

ফরিদপুরে এডুকেশন এনকারেজিং সোসাইটির উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুর ইঞ্জিনিয়ন খন্দকার মোশাররফ হোসেন কালেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে ৪০ বা তদুর্ধ বয়স অতিক্রমের পর স্নাতক ডিগ্রি অর্জনকারী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষতদের মধ্যে মাস্টার্স/ এমফিল /পি এইচ ডি জিগ্রি অর্জনকারীদের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া ২০ থেকে ৪০ বছর বয়সী কীর্তিমান ব্যাক্তিবর্গের জীবনালেখ্য এবং মূল্যভিত্তিক শিক্ষা সামজিক উন্নয়ন বিষয়ক প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনকারী ২৬ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবীণ শিক্ষক ও ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক প্রফেসর এম এ সামাদ। সভাপতিত্ব করেন ফরিদপুরে এডুকেশন এনকারেজিং সোসাইটির সভাপতি কৃষ্ণ প্রসাদ বিশ্বাস।

বক্তব্য দেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, অগ্রণি ব্যাংকের ডিজিএম সুষমিতা মণ্ডল, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কালেজ এর অধ্যক্ষ বিমল কুমার বিশ্বাস, মধুখালীর হাজী আব্দুর রহমান আবদুল করিম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সবুর খান, ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা প্রমুখ।

বক্তারা বলেন, দেশে শিক্ষা নিয়ে শুধু গবেষণাই হচ্ছে। কিন্তু সত্যিকারের কাজ হচ্ছে না। একজন শিক্ষিত লোককে অবশ্যই ভালো ও মানবিক মানুষ হতে হবে। মানুষ হয়ে ওঠার শিক্ষা যে শিক্ষা ব্যবস্থায় নেই, তা জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। একজন প্রকৃত শিক্ষিত লোকই পারে তার আশেপাশের লোকদের শিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এবং পরিবেশ রক্ষা করতে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com