এক কুকুরের দাম উঠল ২০ কোটি রুপি!

প্রকাশ: ০৮ জানুয়ারি ২৩ । ১৩:৩৯ | আপডেট: ০৮ জানুয়ারি ২৩ । ১৩:৪৬

অনলাইন ডেস্ক

একটি ককেশিয়ান শেফার্ড কুকুর কিনতে সম্প্রতি ২০ কোটি রুপি দাম দিতে চেয়েছেন ভারতের হায়দ্রাবাদের এক ব্যবসায়ী। কিন্তু তাকে ফিরিয়ে দেন বেঙ্গালুরুতে থাকা কুকুরটির মালিক। বরং তিনি তার প্রিয় পোষা প্রাণীটি নিজের কাছেই রাখতে চান।খবর এনডিটিভির

কুকুরের  মালিকের নাম সতীশ এস । তিনি ইন্ডিয়ান ডগ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।

ককেশিয়ান শেফার্ড জাতের ওই কুকুরটি 'ক্যাডাবম্বস হায়দার' নামে পরিচিত। বিরল প্রজাতির ওই কুকুরটির বয়স দেড় বছর। এটির ওজন ১০০ কেজির বেশি। সতীশ কুকুরটিতে সিংহীর মতো বিশাল বলে দাবি করেছেন। তিনি জানান, কুকুরটির শুধু মাথাই ৩৮ ইঞ্চি এবং কাঁধ ৩৪ ইঞ্চি।

সতীশ বলেন, কুকুরের পা দুটি দুই লিটারের পেপসির বোতলের মতো বড়। এই বিশালাকার কুকুরের ছবি ইতোমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সম্প্রতি ত্রিবন্দ্রম ক্যানেল ক্লাব প্রতিযোগিতায় অংশ নেয় এই কুকুর। এ পর্যন্ত বহু প্রতিযোগিতায় অংশ নিয়ে কুকুরটি ৩২টি মেডেল জিতেছে। কোনো কোনো প্রতিযোগিতায় আবার পেয়েছে সেরা কুকুরের তকমা। কুকুরটি সতীশের সাথে তার বাসভবনেই থাকে।

জর্জিয়া, আরমেনিয়া, আজারবাইজান, তুরস্ক, রাশিয়া, দাগেস্তানের মতো দেশে ককেশিয়ান শেফার্ড পাওয়া যায়। তবে ভারতে এই জাতের কুকুর অতি বিরল। ২০১৬ সালে সতীশ দুই কোটি রুপি দিয়ে দুটি কোরিয়ান ম্যাস্টিফ শাবকও ভারতে এনেছিলেন দেশের বাইরে থেকে। তিনি চান ভারতে ককেশিয়ান শেফার্ড কুকুরের সংখ্যা বাড়ুক। ২০ বছর ধরে সতীশ সেই চেষ্টাই করছেন। ছোটবেলায় থেকে বিশালাকৃতির কুকুর পছন্দ করেন বলেও জানান সতীশ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com