
অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন না ওসাকা
প্রকাশ: ০৮ জানুয়ারি ২৩ । ২২:৩৫ | আপডেট: ০৮ জানুয়ারি ২৩ । ২২:৩৫
স্পোর্টস ডেস্ক

কার্লোস আলকারাজ, ভেনাস উইলিয়ামস, সিমোনা হালেপের পর এবার নাওমি ওসাকা ৷ অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন প্রতিযোগিতার দু'বারের চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ান ওপেনের টুইটার ওসাকার সরে দাঁড়ানোর ব্যাপারে বলেছে, 'নাওমি ওসাকা অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে গেলেন। আমরা ২০২৩ এ তাকে মিস করব।'
ওসাকার সরে দাঁড়ানোর কোনও কারণ জানানো হয়নি। তার অনুপস্থিতিতে ইউক্রেনিয়ান ডায়ানা ইয়াসট্রেমাস্কা মূল ড্রতে খেলার সুযোগ পাচ্ছেন। এর আগেও মানসিক অবসাদের কারণে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন ওসাকা।
এর আগে ইউএস ওপেন চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর কার্লোস আলকারেজ ডান পায়ের সমস্যায় নাম তুলে নেন। আমেরিকান তারকা ভেনাস উইলিয়ামসও ইনজুরির কারণে নাম প্রত্যাহার করেন। এদিকে ভ্যাকসিন জটিলতায় গত বছর অংশ নিতে না পারা নোভাক জকোভিচ আবারো মেলবোর্নে ফিরেছেন। জকোভিচের অনুপস্থিতিতে ২০২২ শিরোপা জয়ী রাফায়েল নাদালও থাকছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com