অটোরিকশাকে সামনে থেকে চাপা দিলো ট্রাক, প্রাণ গেল যাত্রীর

প্রকাশ: ০৯ জানুয়ারি ২৩ । ১৩:১৫ | আপডেট: ০৯ জানুয়ারি ২৩ । ১৩:১৫

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা- সমকাল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় দুলালী বেগম (৪২) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ আঞ্চলিক সড়কের সোনারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনায় আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।

নিহত দুলালী বেগমের বাড়ি উপজেলার উত্তর সোলাগাড়ী গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জগামী একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক ব্যাটারিচালিত একটি আটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে আটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এ ঘটনায় আটোরিকশার আরও ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোশতাক আহমেদ।

গোবিন্দঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার সমকালকে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান অটোরিকশার তিনজন যাত্রী ভেতরে আটকে আছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করলেও ড্রাইভার ও তার সহকারীকে আটক করতে পারেনি পুলিশ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com