
জগন্নাথপুরের সেই বাড়ি এখনও ঘিরে রেখেছে পুলিশ
সিলেট থেকে বাড়ির মালিক ও ছেলে গ্রেপ্তার
প্রকাশ: ০৯ জানুয়ারি ২৩ । ১৯:০৬ | আপডেট: ০৯ জানুয়ারি ২৩ । ১৯:০৬
সুনামগঞ্জ ও জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে আগ্নোয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের পরও দিঘলবাকের সেই বাড়ি এখনও ঘিরে রেখেছে পুলিশ। তবে এ ঘটনায় আফজাল হোসেনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে রোববার রাতে সিলেটের পীর মহল্লা এলাকা থেকে আফজলের বাবা আখলাকুর রহমান (৭০) এবং তার ছোট ছেলে আমজাদুর রহমানকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়।
কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানান, জগন্নাথপুরের দিঘলবাকে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পর গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল-হাজতে পাঠানোর আদেশ দেন।
দিঘলবাকের বাসিন্দা রোমান আহমদ জানান, আখলাকুর রহমানের বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ। পুলিশের ১০-১২ জনের দল পালাক্রমে ওখানে ডিউটি করছে। এলাকার লোকজনকে ওখানে যেতে দেওয়া হচ্ছে না।
গত শুক্রবার জগন্নাথপুর থানার এএসআই মোহাম্মদ নুরে আলম সিদ্দিক আখলাকুর রহমানের ছেলে আফজাল হোসেনের নামে আদালতের ইসূকৃত সমন জারি করতে দিঘলবাকের ওই বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আফজল দৌড়ে পালিয়ে যায়। আসামির বসত ঘরের বিভিন্ন কক্ষে ইলেকট্রনিক ডিভাইস, সাদা পাউডার ও যন্ত্রপাতি দেখতে পান পুলিশ সদস্যরা। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর অভিযান পরিচালনা করে বিষ্ফোরক তৈরির সরঞ্জামাদি ও অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানে একটি রিভালবার, একটি ল্যাপটপ, নয়টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও পাউডার, দুইটি ওয়াকিটকি সাদৃশ্যবস্তু ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার রাতে এ ঘটনায় জগন্নাথপুর থানায় সাব ইন্সপেক্টর জিয়া উদ্দিন বাদী হয়ে আফজালুর রহমানকে প্রধান আসামি করে পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, আখলাকুর রহমান ও তার ছেলে আমজাদুর রহমানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। আদালত দুজনকেই জেল-হাজতে পাঠিয়েছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com