
হাওড়া স্টেশন চত্বর থেকে ৯ বাংলাদেশি গ্রেপ্তার
প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ০০:১৪ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ০০:১৪
কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক
গোপন সংবাদের ভিত্তিতে গোলাবাড়ি থানার পুলিশ দুটি গাড়িকে আটক করে। ওই গাড়িতে নয় জন বাংলাদেশি এবং একজন ভারতীয় দালাল ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, দালালের হাত ধরে কোনো কাগজপত্র ছাড়াই বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে এসব বাংলাদেশিরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করেন। তারা কাজের খোঁজে ট্রেনে চেপে ব্যাঙ্গালুরে যাচ্ছিলেন। কোনো কাগজপত্র না থাকায় গোলাবাড়ি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার করা বাংলাদেশিদের মধ্যে ছয় জন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করেছে পুলিশ।
এসব লোকজন কীভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তা নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এছাড়া গোলাবাড়ি থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আজ মঙ্গলবার তাদের হাওড়া আদালতে তোলা হবে বলে জানা গেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com