ঈশ্বরদী

আদিবাসীর পাশে সুহৃদ

প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ১০:৩৬ | প্রিন্ট সংস্করণ

সেলিম সরদার

পাবনার ঈশ্বরদী উপজেলায় মাড়মি আদিবাসীপল্লির মাঠে দুই শতাধিক আদিবাসীর হাতে কম্বল তুলে দেন সুহৃদরা

অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট। ২৩ ডিসেম্বর মাড়মি আদিবাসীপল্লির মাঠে শীতার্ত মানুষের মধ্যে তাদের ধর্মীয় উৎসব বড়দিনের উপহার হিসেবে প্রত্যেককে একটি করে কম্বল উপহার দেন সুহৃদরা। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণমাধ্যমব্যক্তিত্ব সমাজসেবক ডা. সাহেদ ইমরান। তাঁর সহযোগিতায় সুহৃদ সমাবেশ এই মানবিক আয়োজন করে।

সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট কমিটির সভাপতি আর.কে. বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, ইউপি সদস্য রফিকুল ইসলাম মাঝি, রফিকুল ইসলাম রবু, ইমদাদ হোসেন, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সুহৃদ সমাবেশের উপদেষ্টা কলেজ শিক্ষক মনিরুল ইসলাম বাবু, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, সিনিয়র সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, সহসভাপতি টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু প্রমুখ।

প্রধান অতিথি বলেন, 'মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো সত্যিই অনেক গর্বের। এই কাজকে আরও সহজ করে দিয়েছেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা। তারা অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এটি প্রশংসার।'

কম্বল নিতে আসা ৮০ বছর বয়সী আদিবাসী জাকব বিশ্বাস নতুন কম্বল পেয়ে আবেগাপল্গুত হয়ে বলেন, 'আমার এত বছর বয়সে এভাবে কেউ শীত নিবারণের জন্য কম্বল দেয়নি। জীবনের শেষ প্রান্তে এসে একখান কম্বল পেয়ে মনে হচ্ছে এখনও কেউ না কেউ আছে, যারা মানবতার সঙ্গে আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ায়।' একই পল্লির হতদরিদ্র কমল বিশ্বাস বলেন, 'আমাদের পল্লিতে এসে আমাদের কষ্টের কথা শোনার কেউ নেই।

আজ আপনাদের এ উপহারের কথা আমাদের চিরদিন মনে থাকবে।' সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ ও সাংগঠনিক সম্পাদক হিটু খন্দকার এ আয়োজনের সমন্বয় করেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- সুহৃদ অরিন হক, অ্যাডভোকেট আলী আজম, রুপম, সানি হোসেন পলাশ, হাসান চৌধুরী, লিমন মন্ডল, ইলিয়াস হোসেন, আশরাফ হোসেন, তানহা ইসলাম শিমুলসহ প্রমুখ।

ঈশ্বরদী প্রতিনিধি

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com