
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
পদোন্নতির তদবির হলে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা
প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ১১:৪৮ | প্রিন্ট সংস্করণ
সমকাল প্রতবিদেক

সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে পদোন্নতির ক্ষেত্রে প্রার্থীরা প্রভাব খাটানোর চেষ্টা করলে তা হবে অসদাচরণের শামিল। এ ধরনের অপরাধে জড়িত থাকলে সংশ্নিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে দেওয়া চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের বিভিন্ন পদে পদোন্নতির ক্ষেত্রে প্রার্থীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব খাটানোর চেষ্টা অসদাচরণের শামিল। যদি পদোন্নতির ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করা হয় তাহলে প্রার্থীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিয়ে তা আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানাতে বলা হয়েছে।
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন পদে পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের বিরুদ্ধে তদবির ও প্রভাব খাটানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com