পদ্মা সেতু হয়ে ঢাকা-ফরিদপুরে ট্রেন চলবে জুনে: রেলমন্ত্রী

প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ১৪:৫২ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ১৫:০৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে আগামী জুনে। পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।  

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে যান রেলমন্ত্রী। সেখানে তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বর্তমানে কাজের সার্বিক অগ্রগতি ৭৩ শতাংশ।

তিনি আরও বলেন, কাজ দিনরাত চলছে। ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত এই রেললাইন সংযুক্ত হচ্ছে।

রেলমন্ত্রী বলেন, পুরো কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষ পদ্মা সেতুর মতো পদ্মা রেল সংযোগের সুফল ভোগ করতে পারবেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com