
কলাবাগানে পড়ে ছিল কিশোর ইজিবাইক চালকের লাশ
প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ১৬:৩১ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ১৬:৩৪
পলাশ (নরসিংদী) প্রতিনিধি

কিশোর ইসমাইল হোসেন
নরসিংদীর পলাশে ইসমাইল হোসেন (১৬) নামে একজন কিশোর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাহের পাশের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল নরসিংদী সদর উপজেলার করিমপুর বিলপাড় এলাকার ইব্রাহিম মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে এক রিকশাচালক মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে ইসমাইল ইজিবাইক নিয়ে শহরের উদ্দেশ্যে বের হয়ে যায় বলে জানান তার স্বজনরা। পরে তার কোন খোঁজ খবর না পেয়ে সদর থানায় আসলে পুলিশ একটি মরদেহের খবর জানায় পরিবারকে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ইসমাইলের বলে শনাক্ত করে।
নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুছ সমকালকে বলেন, মরদেহের গলা ও মুখে বাধা ছিলো। ধারণা করা হচ্ছে- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করার জন্য তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। নিহত ইসমাইলকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করা হয়ে থাকতে পারে।
পলাশ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে, মামলার প্রক্রিয়া চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com