স্মার্টফোনের জন্য খুন হন এসএসসি পরীক্ষার্থী আলাউদ্দিন

প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ১৬:৫০ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ১৬:৫০

বামনা (বরগুনা) সংবাদদাতা

পুলিশের হাতে গ্রেপ্তার রুবেল। ছবি- সমকাল

রুবেলের প্রেমিকা থাকেন চট্টগ্রামে। প্রেমিকার সঙ্গে যোগাযোগের জন্য রুবেলের একটি স্মার্টফোন প্রয়োজন ছিল। কিন্তু ছিল না ফোন কেনার টাকা। এরই মধ্যে রুবেল দেখতে পায়, তার প্রতিবেশী আলাউদ্দিন একটি নতুন মোবাইল ফোন কিনেছে। এরপর তাকে হত্যা করে ওই ফোনটি কেড়ে নেওয়ার পরিকল্পনা করে রুবেল।

পরিকল্পনা অনুযায়ী, আলাউদ্দিনকে বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা দরবার শরীফের পিছনের ধানক্ষেতে ডেকে নিয়ে যায় সে। এরপর আলাউদ্দিনের গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে মোবাইল নিয়ে চট্টগ্রামে পালিয়ে যায় রুবেল।

এ ঘটনায় রুবেলকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে বামনা থানার পুলিশ। গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার সকালে বরগুনা জেলা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রুবেল।

নিহত আব্দুর রহিম ওরফে আলাউদ্দিন বামনা উপজেলার উত্তর গুদিঘাটা গ্রামের আমীর হোসেন খানের ছেলে এবং উত্তর কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আর রুবেল একই উপজেলার দক্ষিণ গুদিঘাটা গ্রামের খলিল হাওলাদারের ছেলে এবং পাথরঘাটা উপজেলার মাদারতলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণী শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর সকালে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা দরবার শরীফের পিছনের ধানক্ষেত থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুর রহিম ওরফে আলাউদ্দিন নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতে তার মা রোজিনা বেগম অজ্ঞাতনামাদের আসামি করে বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর বামনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তি ব্যবহার করে ঘটনার পরিকল্পনাকারী ও হত্যাকারী রুবেলকে শনাক্ত করে। এরপর চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বামনা থানার অফিসার ইনচার্জ মো. বশিরুল আলম জানান, আলাউদ্দিনের ব্যবহৃত মোবাইলের সূত্র ধরে রুবেলকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে নিহত যুবকের মোবাইলফোনও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com