বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ১৭:২৩ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ১৭:২৩

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের কচুয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই বাসচালক ও তার সহকারী পালিয়ে যায়।

নিহতরা হলেন- শাহরাস্তি উপজেলার নোয়াগা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন (২৫) ও কুমিল্লার লাকসাম উপজেলার দামাতিয়া গ্রামের জাবেদ হোসেন।

পুলিশ জানায়, কুমিল্লাগামী বোগদাদ বাসটি কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হন।  

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে আটক করেছে। নিহতদের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com