
ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ১৯:১৬ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ২১:৩৯
রাজশাহী ব্যুরো

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল- সমকাল
রাজশাহীর কর্ণহার থানার ডাংগেরহাটে ট্রাকচাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহানগরীর বহরমপুর এলাকার আবু সাইদের ছেলে শাহীন (৪০), ফারুকের ছেলে সোহাগ (২৮) এবং কাশিয়াডাঙ্গা এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব (২৬)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে রাজশাহী থেকে দারুসাগামী একটি রড-সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহীন ও সোহাগ মারা যান। গুরুতর আহত রাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সমকালকে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওসি বলেন, নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com