বিএনপির আসলাম চৌধুরীর জামিন আপিলে স্থগিত

প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ২০:৩৯ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ২০:৩৯

সমকাল প্রতিবেদক

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী- ফাইল ছবি

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে বাংলাদেশর সরকার উৎখাতের যড়যন্ত্রের অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

পাশাপাশি এ বিষয়টি নিষ্পত্তির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ৩০ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।

আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম মঙ্গলবার এ আদেশ দেন। গত ৫ জানুয়ারি এ মামলায় হাইকোর্ট আসলাম চৌধুরী জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের’ অভিযোগে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা হয় আসলাম চৌধুরীর বিরুদ্ধে। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে শাহবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com