
ময়মনসিংহ জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার
প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ২০:৫০ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ২০:৫০
ময়মনসিংহ প্রতিনিধি

রোকনুজ্জামান সরকার রোকনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তোলা ছবি- সমকাল
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুরোনো বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ১টায় নগরীর বাতিরকল এলাকায় দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে কোতোয়ালি মডেল থানায় রোকনকে হস্তান্তর করা হয়।
গত বছরের ১৫ অক্টোবর বিএনপির ময়মনসিংহ বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার পর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা। এতে তিন পুলিশ সদস্যসহ এক আওয়ামী লীগ নেতা আহত হন। পরে এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার এসআই মুহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় রোকনুজ্জামানকে মঙ্গলাবার গ্রেপ্তার দেখানো হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন সমকালকে বলেন, রোকনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। কিন্তু রিমান্ড শুনানি হয়নি।
এদিকে যুবদল নেতা গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন বাবলু। তিনি বলেন, কোনো মামলা না থাকা স্বত্ত্বেও বিএনপির গণঅবস্থানের আগের দিন নেতাকর্মীদের আতঙ্ক সৃষ্টি করার জন্যই রোকনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও বিএনপির কর্মসূচির আগের দিন দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এসব করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। এতে আন্দোলনের গতি আরও বাড়বে।
এর আগে গত রোববার রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে মহানগর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে একই মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানান সংগঠনের সভাপতি মোজাম্মেল হক টুটু।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com