
এবার পিএসজি’র জার্সিতে নামার অপেক্ষায় মেসি
প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ২১:২৬ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ২১:২৬
স্পোর্টস ডেস্ক

পিএসজির অনুশীলনে মেসি। ছবি: টুইটার
বিশ্বকাপ জয়, বিশ্বকাপের উদযাপন, বিশ্বকাপে খেলার ক্লান্তি কাটিয়ে পিএসজি’র জার্সিতে মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। তিনি ক্লাবে যোগ দিয়েছেন এক সপ্তাহ হয়ে গেছে। পূর্ণ ফিটনেসে এসেছেন তিনি। সব ঠিক থাকলে বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় অ্যাংগার্সের বিপক্ষে মাঠে নামবেন লিও।
মেসির বিশ্বকাপ শিরোপা উদযাপনের মধ্যে দুটি লিগ ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। যার একটিতে হেরেছে তার দল। নেইমার জুনিয়র লাল কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন। এমবাপ্পে গেছেন ছুটিতে। এবার আর্জেন্টাইন সুপারস্টারের ক্লাবের ভার বহন করার পালা। আগামী ম্যাচের দলে আছেন তিনি। যদিও তিনি শুরুর একাদশে থাকবেন কিনা নিশ্চিত নয়।
তবে বন্ধু নেইমারের সঙ্গে বেশ ফুরফুরে মেজাবে অনুশীলন করেছেন মেসি। বিশ্বকাপের পরে লিও’র মাঠে নামার দিন থাকছেন না এমবাপ্পে। তবে মেসি-নেইমারের জুটি দেখা যেতে পারে অ্যাংগার্সের ম্যাচ দিয়ে। বিশ্বকাপ যাত্রার আগে পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে ১২ গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা। দারুণ ছন্দে ছিলেন তিনি। বিশ্বকাপেও তিনি সাত গোল করেছেন। ক্লাবে নতুন শুরুতে পুরনো ফর্ম দেখাতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

মেসি বিশ্বকাপ শেষ করে পিএসজির ক্যাম্পে এসে গার্ড অব অনার পেয়েছেন। তাকে পুরস্কার দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম দাবি করেছে, প্যারিসে আসার সময় ভক্তদের জন্য উপহার নিয়ে এসেছেন লিও। তা হলো, পিএসজির সঙ্গে নতুন চুক্তি করতে চান তিনি। তার সঙ্গে চুক্তি নবায়নের জন্য পিএসজি নাকি মোটা অঙ্কের বেতনের প্রস্তাব করতে যাচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com