আইনমন্ত্রী বললেন, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা হত্যায় জিয়াউর রহমান

প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ২২:৩১ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ২২:৩১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক- ফাইল ছবি

বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং জাতীয় চার নেতা হত্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধীরা কখনোই বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি। এরাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বাংলাদেশকে পাকিস্তানি চেতনায় পরিচালনা করে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। আর বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং জাতীয় চার নেতা হত্যায় জড়িত ছিলেন জিয়াউর রহমান।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ এখন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তবে দেশের উন্নয়ন-অগ্রগতি ধ্বংস করার জন্য বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই মান-অভিমান ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে নৌকাকে জয়ী করার অঙ্গীকার করতে হবে।

কসবা পৌর মেয়র এমজি হাক্কানীর সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহার, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, যুবলীগ নেতা এম আজিজ, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন, কাজী মানিক প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com