চাঁদাবাজির মামলায় পাবনায় জেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ২২:৪০ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ২২:৪০

পাবনা অফিস

জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সাকিরুল ইসলাম রনি

পাবনায় চাঁদাবাজির মামলায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সাকিরুল ইসলাম রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে পাবনা শহরের শালগাড়িয়া সদর থানা ফাঁড়ির সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রনি শহরের শালগাড়িয়া মহল্লার বিকে রোডের সুলতান শেখের ছেলে।

পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার মৃত খায়রুল ইসলামের স্ত্রী মোছা. ছাবেরা সুলতানা ২০০৩ সালে বিদেশ চলে যান। শহরের মধ্যে তাঁর ওয়ারিশদের ১৪ কাঠা জমি রয়েছে। জমির ভুয়া কাগজপত্র তৈরি করে ছাত্রলীগ নেতা রনিসহ অন্যরা নিজেদের দাবি করে তা দখল করার চেষ্টা করে আসছিল। গত সোমবার জমির ওয়ারিশরা নিজেদের নামের সাইনবোর্ড টাঙিয়ে দেন।

এ খবর জানার পর গতকাল দুপুর পৌনে ১২টার দিকে রনিসহ পাঁচ-ছয়জন ওই সাইনবোর্ড ভাঙচুর ও ৫০ লাখ টাকা চাঁদা দবি করে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ছাবেরা সুলতানার বোনের ছেলে সোহেল আহম্মেদ পাবনা সদর থানায় মামলা করলে পুলিশ রনিকে গ্রেপ্তার করে।

মামলার বাদী ছাবেরা সুলতানার ভাগনে সোহেল আহম্মেদ সমকালকে বলেন, শেখ রনি ভুয়া কাগজ তৈরি করে আমার জমি দখল করার চেষ্টা করছিল। পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি সমকালকে বলেন, রনির সঙ্গে এখন যুবলীগের সম্পর্ক নেই। গত বছরের সেপ্টেম্বরে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com