
ইনজুরিতে তৌহিদ, জিতেও চিন্তায় সিলেট
প্রকাশ: ১০ জানুয়ারি ২৩ । ২৩:০৫ | আপডেট: ১০ জানুয়ারি ২৩ । ২৩:০৫
স্পোর্টস ডেস্ক

তৌহিদ হৃদয়
বিপিএলের নবম আসরে টানা চার ম্যাচে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার। ওই জয়ে টানা তিন ম্যাচে ফিফটি পেয়েছেন তরুণ তৌহিদ হৃদয়। ম্যাচ সেরার হ্যাটট্রিক করেছেন তিনি। কিন্তু এর মধ্যেই খারাপ সংবাদ পেয়েছে সিলেট।
ইনজুরিতে পড়েছেন দলটির সেরা পারফর্মার তৌহিদ হৃদয়। ৪৬ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ফিল্ডিংয়ের সময় আঙুলের ইনজুরিতে পড়েন।
দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারে বোলিং করছিলেন রেজাউর রহমান রাজা। পয়েন্টে ফিল্ডিং করতে গিয়ে ব্যর্থা পান তিনি। তাকে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইনজুরির অবস্থা এখনও পরিষ্কার করা হয়নি। তবে ঢাকা পর্বে চারটি ম্যাচ খেলে ফেলা সিলেটের পরবর্তী ম্যাচ ১৬ জানুয়ারি। তৌহিদের তাই সুস্থ হয়ে যাওয়ার আশা করতে পারে দলটি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com