ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

প্রকাশ: ১৪ জানুয়ারি ২৩ । ১০:০৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২৩ । ১০:০৫

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার এজিএম আব্দুল সালাম। 

তিনি জানান, ভোরের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এজন্য দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় এই নৌপথে ফেরি চলাচল শুরু হবে।

এদিকে ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পারে আটকা পড়েছে অনেক যানবাহন। ফ‌লে তীব্র শী‌তে চরম ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন যানবাহ‌নের চালক ও যাত্রীরা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com