গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি তাজুর মুল্লুক মারা গেছেন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২৩ । ১৩:৪৮ | আপডেট: ১৪ জানুয়ারি ২৩ । ১৩:৪৮

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

তাজুর মুল্লুক

কেন্দ্রীয় গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি ও পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক মারা গেছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে পটিয়ার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি...রাজিঊন)।

তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাজুর মুল্লুকের ভাতিজা মাস্টার শহিদুল ইসলাম সমকালকে বলেন, কিছু দিন আগে তার গলায় একটা অপারেশন হয়েছিল। এছাড়া তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার সকাল ১০টার দিকে পটিয়া সদরে ছেলের বাসায় তিনি মারা যান। শনিবার বাদ মাগরিব ধলঘাট মুকুট নাইট হাইস্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। গণতান্ত্রিক সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করা তাজুর মুল্লুক তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গেও যুক্ত ছিলেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com