
ফরিদপুরে 'কিং কারাতে বাংলাদেশে'র বেল্ট প্রদান পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশ: ১৪ জানুয়ারি ২৩ । ১৬:২১ | আপডেট: ১৪ জানুয়ারি ২৩ । ১৬:২১
ফরিদপুর অফিস

ফরিদপুরে 'কিং কারাতে বাংলাদেশ' এর বেল্ট প্রদান ও তৃতীয় কিং কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামের জিমনেসিয়ামে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ বিজয়ীর হাতে ব্লাক বেল্ট তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ওই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান।
কারাতে প্রশিক্ষক জহিরুল ইসলাম আলীর উপস্থাপনায় ও সার্বিক তত্ত্বাবধানে বিজয়ী প্রশিক্ষণার্থী ও প্রতিযোগীদের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। কারাতে প্রতিযোগিতায় ফরিদপুর সদর উপজেলার কারাতে দল চ্যাম্পিয়ন , সদরপুর উপজেলা রানার আপ হয়েছে। এছাড়া ৭০ জন করে বিভিন্ন বয়সী প্রশিক্ষণার্থীকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল পরিয়ে দেওয়া হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com