আমরা গণিমতের মাল হতে চাই না: রানা দাশ গুপ্ত

প্রকাশ: ১৪ জানুয়ারি ২৩ । ২২:৫২ | আপডেট: ১৪ জানুয়ারি ২৩ । ২২:৫২

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত (ফাইল ফটো)

আওয়ামী লীগ হিন্দুদের নিজেদের ভোট ব্যাংক মনে করে বলে মন্তব্য করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত। তিনি বলেছেন, আমরা গণিমতের মাল হিসেবে ব্যবহৃত হতে চাই না। আমাদের নিয়ে খেলবেন না, রাজনীতি করবেন না।

শনিবার মুন্সীগঞ্জের সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে ঐক্য পরিষদের লৌহজং উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন রানা দাশ গুপ্ত। তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ মনে করে হিন্দুরা তাদের ভোট ব্যাংক। তাঁরা এও মনে করে, নৌকায় ভোট না দিয়ে হিন্দুরা যাবে কোথায়? এরপরও আমরা শেখ হাসিনার ওপর আস্থা রাখতে চাই। বঙ্গবন্ধুর চেতনায় ঘুরে দাঁড়াতে চাই।'

জাতীয় সংগীত, জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন ঐক্য পরিষদের জেলা সভাপতি অজয় চক্রবর্তী। সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সুধাংশু কুমার দাসের সভাপতিত্বে এবং ঐক্য পরিষদের উপজেলার আহ্বায়ক অলক কুমার মিত্রের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি। আর স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন কমিটির কো-চেয়ারম্যান অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, লেখক-গবেষক মুনীর মোরশেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার সিংহ অমিত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা রবীন্দ্রনাথ বসু, শ্রীমতি পদ্মাবতী দেবী, জেলা নেতা সম্পাদক সুবীর চক্রবর্তী প্রমুখ।

এদিকে সম্মেলন থেকে তিন বছরের জন্য উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে অলক কুমার মিত্রকে সভাপতি ও সঞ্জীব কুমার মণ্ডলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া যুব ঐক্য পরিষদে দেবাশীষ রায় শিবুকে সভাপতি ও শিমুল কুমার দে টুটুলকে সাধারণ সম্পাদক এবং ছাত্র ঐক্য পরিষদের সভাপতি পদে সুশান্ত চক্রবর্তী ও সাধারণ সম্পাদক পদে নবীন বরণ দাসের নাম ঘোষণা করা হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com