
আমার মরণোত্তর দেহ দান করা হয়েছে, বললেন তসলিমা নাসরিন
প্রকাশ: ১৫ জানুয়ারি ২৩ । ১১:৫১ | আপডেট: ১৫ জানুয়ারি ২৩ । ১১:৫১
অনলাইন ডেস্ক

নিজের মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই কথা জানান তিনি। তার পোস্টের কমেন্টে প্রচুর মানুষ আলোচনা-সমালোচনা করছেন।
আলমগীর শাহরিয়ার নামে একজন লিখেছেন, ‘চিরকাল বিজ্ঞান ও যুক্তির জন্য লড়াই করা একজন লেখিকার কাছে তাই প্রত্যাশিত।’

সুদীপা চৌধুরী নামে একজন লিখেছেন, ‘খুব ভালো করেছেন। অভিনন্দন ও ভালোবাসা জানাই। সঙ্গে একটু কষ্টও রইল। কতখানি হতাশা থেকে, এই উচ্চারণ ও কাজ- দেশের মাটিতে ফেরা যে হবে না, আপনজনেরা শেষ কাজ করবে না, জীবন থাকতে, এ কথা মেনে নিয়েছেন, বড্ড যন্ত্রণাদায়ক সত্য! অনেক অনেক ভালোবাসা।’
আফরোজা হীরা নামে আরেকজন লিখেছেন, ‘এটা ছাড়া বোধহয় এই দেহের তখন আর কোনো গতি থাকবে না।’
এর আগে গতকাল শনিবার দুপুর ২টার সময় ফেসবুকে এক পোস্টে তসলিমা নাসরিন লেখেন, ‘গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল চলছে।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com