
বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিইআরসির কার্যক্রম স্থগিত
প্রকাশ: ১৫ জানুয়ারি ২৩ । ২০:৪৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২৩ । ২০:৪৬
সমকাল প্রতিবেদক

গণশুনানির এক সপ্তাহ পর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধিসংক্রান্ত নিজেদের কার্যক্রম স্থগিত করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংশোধন করে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষমতা নিজের হাতে নিয়েছে সরকার। গত ১ ডিসেম্বর এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রথম দিন এটি সংসদে উপস্থাপন করা হয়। সংশোধনের সময় বলা হয়েছিল, বিশেষ পরিস্থিতিতে দাম বাড়াবে সরকার। তবে মাত্র তিন দিন পর বিইআরসির মাধ্যমে দাম বাড়ানোর সুযোগ থাকলেও তা পাশ কাটিয়ে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিদ্যুৎ বিভাগ।
বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, দাম বাড়ানো নিয়ে শুনানি হয়েছে, তাই কমিশনের আদেশ দিতে হবে। কিন্তু নির্বাহী আদেশে দাম বাড়ায় এ-সংক্রান্ত কার্যক্রম আপাতত বন্ধ রাখা হলো।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com