রাজধানীর দুই স্থানে সমাবেশ

আওয়ামী লীগ আজও মাঠে থাকবে

প্রকাশ: ১৬ জানুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ১৬ জানুয়ারি ২৩ । ০৫:৩৮ | প্রিন্ট সংস্করণ

সমকাল প্রতিবেদক

বিরোধীদের অন্যান্য কর্মসূচির মতো আজও মাঠে থাকবে আওয়ামী লীগ। বিএনপি এবং তার মিত্রদের দেশব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি চলাকালে রাজধানী ঢাকাসহ সারাদেশে অবস্থান নেবেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজপথে সতর্ক পাহারায় থাকবেন তাঁরা। রাজধানীজুড়ে এমন অবস্থানের পাশাপাশি কমপক্ষে দুটি বড় সমাবেশের মাধ্যমে শোডাউন করবে ক্ষমতাসীন দলটি। এ ছাড়া যুবলীগ রাজধানীতে আলাদা দুটি শান্তি সমাবেশ করবে। সংগঠনের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেটে এবং মহানগর দক্ষিণের উদ্যোগে দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ দুটি অনুষ্ঠিত হবে।

নেতারা বলছেন, বিএনপি এবং তার মিত্রদের আগের কর্মসূচিগুলোকে ঘিরে সম্ভাব্য নৈরাজ্য ও সন্ত্রাস ঠেকাতে মাঠে অবস্থান ছিল তাঁদের। ১০ ডিসেম্বরের গণসমাবেশ, ৩০ ডিসেম্বরের গণমিছিল এবং সর্বশেষ ১১ জানুয়ারির গণঅবস্থানকে ঘিরে সর্বাত্মক পাহারায় ছিলেন তাঁরা। আজ সোমবারও অনুরূপ সতর্কতামূলক পদক্ষেপ থাকবে। বিশেষ করে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ ও মিছিলের দিকে সতর্ক নজর রাখা হবে।

জানা গেছে, বিএনপিসহ মিত্রদের কর্মসূচি দুপুরের পর শুরু করার পূর্ব ঘোষণা থাকলেও সরকার-সমর্থক নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকা মহানগরীর সর্বত্র অবস্থান নেবেন।

দিনভর এই অবস্থানকালে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে থেকে মিছিল-সমাবেশও করবেন তাঁরা। ঢাকার পাশাপাশি সারাদেশেও সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীকে এমন সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর কোথাও সহিংসতা-নাশকতার আশঙ্কা সৃষ্টি হওয়া মাত্রই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকার-সমর্থকরাও প্রতিহত করার চেষ্টা করবেন।

এই অবস্থানের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তরের অধীন ২৬টি থানা, ৫৪টি ওয়ার্ড এবং একটি ইউনিয়নে নেতাকর্মীর পাহারা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নিজ নিজ থানা ও ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে অবস্থান নেবেন দল ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অধীন ৭৫টি ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীর সতর্ক পাহারা বসানো হবে। আর ২৪টি থানার মূল পয়েন্ট কিংবা মোড়ে থানা সভাপতি-সাধারণ সম্পাদকরা অবস্থান নিয়ে গোটা পরিস্থিতি তদারকি করবেন। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনসহ গণমিছিলের রুটগুলো সতর্ক নজরদারিতে রাখা হবে। কেন্দ্রীয় ও মহানগর নেতারা বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি মনিটরিং করবেন। প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন। ওয়ার্ড ও থানাওয়ারী অবস্থান তদারকি করতে যথারীতি মহানগর দক্ষিণের ৭৫ জন নেতাকে ৭৫টি এলাকা ভাগ করে দেওয়া হবে।

বড় শোডাউনের অংশ হিসেবে ঢাকার দুই প্রান্তে আজ দুটি বড় ধরনের সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। আর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে বিকেল ৩টায় রাজধানীর ভাটারা নতুন বাজার ১০০ ফুট রাস্তার মাথায়। উভয় সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা যোগ দেবেন।

এসব কর্মসূচি সফল করতে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আলাদা আলাদা বর্ধিত সভা করে সব প্রস্তুতি গুছিয়ে রেখেছে। গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সঙ্গে যৌথ সভা করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাড়াও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। ওই সভা থেকেও অবস্থান কর্মসূচি ও সমাবেশ সফল করতে নানা দিকনির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

তবে এই অবস্থানকে কোনোভাবেই পাল্টা কর্মসূচি মানতে নারাজ আওয়ামী লীগ নেতারা। তাঁদের দাবি, রাজপথে আওয়ামী লীগের এমন সতর্ক অবস্থান শুরু হয়েছিল বিজয়ের মাস গত ডিসেম্বরের শুরু থেকেই। এখন বিএনপি এবং তার জোট নাশকতা ও নৈরাজ্যের কর্মসূচি পালন করতে চাইলে তাদের তো সেই সুযোগ দেওয়া যাবে না। এই কারণেই তাদের কর্মসূচির দিনগুলোতে আওয়ামী লীগ থেকে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয় মাত্র।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবারের যৌথসভায় বলেছেন, আওয়ামী লীগ পাল্টা কোনো কর্মসূচি দেয় না। জনগণের জানমাল রক্ষায় দলীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা মাঠে থাকবেন। যেমনটি আগের দিনগুলোতে ছিল, আগামীতেও এমন অবস্থানে থাকবেন তাঁরা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com