
তিন দশকের কবিতা নিয়ে অনুষ্ঠানমালা
প্রকাশ: ১৭ জানুয়ারি ২৩ । ১৫:০৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২৩ । ১৫:০৭
সমকাল প্রতিবেদক

অনলাইন ম্যাগাজিন 'পরস্পর'-এর উদ্যোগে 'তিন দশকের কবিতা' শিরোনামের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশে আগামী ২০ জানুয়ারি (শুক্রবার) বিকেল সাড়ে চারটায় এই অনুষ্ঠান শুরু হবে। প্রথম অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি জুয়েল মাজহার, কুমার চক্রবর্তী ও চঞ্চল আশরাফ। সঞ্চালনায় থাকবেন সোহেল হাসান গালিব। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সেঁজুতি জাহান।
চলতি জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ক্রমান্বয়ে পরস্পরে মুদ্রিত হবে। উল্লেখ্য, ফেব্রুয়ারি ২৩-এ বইমেলার কারণে কোনো সেশন অনুষ্ঠিত হবে না।
সেশনগুলোতে অংশগ্রহণ করবেন আশি, নব্বই ও প্রথম দশকের গুরুত্বপূর্ণ কবিসহ বিভিন্ন অ্যাকাডেমিশিয়ান। ঢাকা শহরের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিতব্য সেশনগুলো ফেসবুকে লাইভ সম্প্রচারিত হবে। প্রতিটি অনুষ্ঠানে থাকবে দর্শকের সঙ্গে আলোচকের প্রশ্নোত্তর পর্ব।
স্বাধীনতার এক দশক পর বাংলাদেশের কবিতার যে বাঁকবদল, নতুন কবিতার যে ধারা তার বহুমুখী পর্যালোচনার মধ্য দিয়ে শিল্পসাহিত্য সম্পর্কে পাঠকসমাজের কৌতূহলী মন তৈরিতে ভূমিকা রাখতে সচেষ্ট 'পরস্পর'। কীভাবে স্লোগানমুখী, বক্তব্যনির্ভর সরলরৈখিক বয়ান থেকে বহুলার্থময়, ইঙ্গিতপূর্ণ কবিতার দিকে সরে এলেন কবিরা, সে সম্পর্কে আজকের পাঠকদের চিন্তাসূত্র ধরিয়ে দেয়াই এই সিরিজ আলোচনার মূল উদ্দেশ্য। সংবাদ বিজ্ঞপ্তি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com