বিকাশ প্রেজেন্টস ‘ফুটবল হবে স্টাইলে’ চ্যাম্পিয়ন সাদমান, রানার্সআপ হালিম

প্রকাশ: ১৭ জানুয়ারি ২৩ । ২২:৩৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২৩ । ২৩:২৩

সমকাল প্রতিবেদক

মেহেদি সাদমান ও আবদুল হালিম (ডানে)

কাতার বিশ্বকাপের সময় সমকাল আয়োজন করে বিকাশ প্রেজেন্টস ‘ফুটবল হবে স্টাইলে’ প্রতিযোগিতা। এতে ফুটবলের ট্রিকস্ ও মুভমেন্টের ভিডিও নিয়ে সারাদেশ থেকে অংশ নেন প্রতিযোগীরা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার ছেলে মেহেদি সাদমান এবং রানার্সআপ হয়েছেন মাগুরার আবদুল হালিম।

মঙ্গলবার সন্ধ্যায় সমকাল কার্যালয়ে এক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপের নাম ঘোষণা করেন প্রতিযোগিতার বিচারক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জয়ী ফ্রি স্টাইল ফুটবলার মাহমুদুল হাসান ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন।

অনুষ্ঠানে জামাল ভূঁইয়া বলেন, এমন আয়োজন দেশের ফুটবলের জন্য ইতিবাচক। সব প্রতিযোগীই তাদের সাধ্যমত ট্রিকস্ ও মুভমেন্ট দেখিয়েছেন। তারপরও বিচারক হিসেবে মাত্র দুজনকেই বেছে নিতে হয়েছে। প্রতিযোগিতার অপর বিচারক মাহমুদুল হাসান ফয়সাল বলেন, দেশে ফ্রি স্টাইল ফুটবলারদের স্বীকৃতি নেই। এ ধরনের প্রতিযোগিতা তাদের সেই স্বীকৃতির জায়গা তৈরি করবে।

আয়োজনের পৃষ্ঠপোষক বিকাশ-এর মার্কেটিং বিভাগের সিনিয়র অফিসার ওয়াইসুলকার নাঈম রুহান বলেন, বিশ্বকাপ ফুটবলের সময় দেশের ফ্রি স্টাইল ফুটবলারদের জন্য এমন একটি আয়োজন সত্যি প্রয়োজন ছিল, যা সমকাল করেছে। এই আয়োজনে সঙ্গী হতে পেরে বিকাশ খুশি।

অনুষ্ঠানে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন বলেন, নিঃসন্দেহে ফুটবল এ দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবল বিশ্বকাপের সময় বিশ্ব সেই উন্মাদনা প্রত্যক্ষ করেছে। ফ্রি-স্টাইল ফুটবলকে জনপ্রিয় করতে সমকাল যে প্রতিযোগিতার আয়োজন করে তাতে সঙ্গী হওয়ায় বিকাশকে ধন্যবাদ জানাই।

সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, ফ্রি স্টাইল ফুটবল এমন একটি খেলা যার সঙ্গে সঙ্গীত ও নৃত্য মিলেমিশে একাকার। ফুটবলের প্রতি বরাবরই মানুষের ব্যাপক আগ্রহ। বিকাশের সহযোহিতায় ‘ফুটবল হবে স্টাইলে’ আমরা আয়োজন করেছি, সামনেও আরও এমন আয়োজন করে সমকাল নিশ্চয় ফুটবলের অগ্রযাত্রার অংশ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস, বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, প্রধান প্রতিবেদক লোটন একরাম, ফিচার সম্পাদক মাহবুব আজিজ, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন শরীফুল ইসলাম, স্পোর্টস এডিটর সঞ্জয় সাহা পিয়াল, জিএম মার্কেটিং ফরিদুল ইসলাম, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান এহসানুল হক তামিম, ডিজিএম মার্কেটিং সাহেদুল আকন, স্পোর্টস রিপোর্টার সাখাওয়াত হোসেন জয়, মার্কেটিং এক্সিকিউটিভ (অনলাইন) রুশনান ইবনে রফিক (নিটল) প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বার্তা সম্পাদক (অনলাইন) গৌতম মণ্ডল।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com