
দ্বিতীয় রাউন্ডেই চ্যাম্পিয়ন নাদালের বিদায়, কাঁদলেন স্ত্রী
প্রকাশ: ১৮ জানুয়ারি ২৩ । ১৩:৩৫ | আপডেট: ১৮ জানুয়ারি ২৩ । ১৩:৩৫
স্পোর্টস ডেস্ক

নাদালের বিদায়। ছবি: এএফপি
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেন থেকে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে বুধবার ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে হেরেছেন তিনি।
কোমরের চোট নিয়ে খেলছিলেন স্প্যানিশ তারকা। খেলার মাঝেই মেডিকেল ইর্মাজেন্সির কারণে টাইমআউট নিয়েছিলেন তিনি। পরে খেলা চালিয়ে গেলেও সেরাটা দিতে পারেননি।
২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিলেন। এরপর এবারই দ্রুত বিদায় নিলেন তিনি।
তার এই বিদায়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী মারিয়া ফ্র্যান্সিসকো পেরেল্লো। ৬৫ নম্বরের ম্যাকেঞ্জির কাছে নাদালের হার যেন মেনে নিতে পারছিলেন না পেরেল্লো।

হারের পর নাদাল কোর্টে ঘুরে ভক্তদের হাত উচিয়ে তাকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান। দ্বিতীয় রাউন্ডে নাদাল বিদায় নিলেও ভক্তরা তার সম্মানে তাকে স্ট্যাডিং ওভেশন বা দাঁড়িয়ে অভিবাদন জানান।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com