
রুপা গাইলেন ‘এমন ভালোবাসব তোমায়’
প্রকাশ: ১৮ জানুয়ারি ২৩ । ১৬:৫১ | আপডেট: ১৮ জানুয়ারি ২৩ । ১৬:৫১
বিনোদন প্রতিবেদক

নেত্রকোনার মেয়ে আফরোজা রুপা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর নতুন গানচিত্র ‘এমন ভালোবাসব তোমায়’।
লুৎফর হাসানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সান সায়েক। গানটির ভিডিও নির্মাণে ছিলেন শুভব্রত সরকার।
গানটি প্রসঙ্গে রুপা বলেন, ‘গানের কথা, সুর, সংগীতের সব শাখায় দারুণ লাগায় আমি এই গানটা গাইতে আগ্রহী হই এবং গান প্রকাশের পর সবার কাছে যে এত রেসপন্স পাবো, এতটা ভাবিনি। কৃতজ্ঞতা জানাই গান সংশ্লিষ্ট সবার প্রতি, বিশেষ করে ধ্রুব দাদার প্রতি আমার ঋণের শেষ নেই। গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শকদের সাড়ায় আমি অভিভূত।’
ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com