শুরু হচ্ছে ‘কুল-বিএসজেএ’ মিডিয়া কাপ ফুটবল

প্রকাশ: ১৮ জানুয়ারি ২৩ । ২০:১০ | আপডেট: ১৮ জানুয়ারি ২৩ । ২০:১০

ক্রীড়া প্রতিবেদক

ছবি: সমকাল

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের সংবাদ সম্মেলন, ড্র, জার্সি উন্মোচন, ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে আগামী ২১ জানুয়ারি টুর্নামেন্ট শুরু হবে। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি।

প্রতি বছরই সাংবাদিকরা এই টুর্নামেন্টে অংশ নেন। সাংবাদিকদের এই মিলনমেলার আয়োজন করতে পেরে পেশাদার ক্রীড়া সাংবাদিকদের একমাত্র সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) গর্বিত বলে জানিয়েছে। 

এবারও ৩২ টি মিডিয়া হাউজকে ৮ গ্রুপে বিভক্ত করে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্ট  অনুষ্ঠিত হবে। আট গ্রুপের চাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। এরপর নকআউট পদ্ধতিতে সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। 

ছবি: সমকাল

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্কয়ার টয়লেট্রিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) তেহসিনা খানম। এছাড়া বিএসজেএর সভাপতি এটিএম সাঈদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

তেহসিনা খানম বলেন, স্কয়ার টয়লেট্রিজের সঙ্গে বিএসজেএর সম্পর্ক অনেক দিনের। এই সম্পর্ক আরও লম্বা হবে, এই আশাই করি। তিনি জানান, পরবর্তীতে তারা দল আরও বাড়ানোর উদ্যোগ নেবেন। 

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৩০ হাজার টাকা এবং রানার্স আপ দল পাবে ১৫ হাজার টাকার অর্থ পুরস্কার। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও ম্যাচসেরাদের জন্য থাকছে পুরস্কার। সিক্স-এ-সাইডের এই টুর্নামেন্টে প্রতি দলে ১০ জন করে খেলোয়াড় থাকবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com