বিএসইসি আরও ফান্ডের সম্পদ খতিয়ে দেখছে

প্রকাশ: ১৯ জানুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ১৯ জানুয়ারি ২৩ । ১২:১৬ | প্রিন্ট সংস্করণ

সমকাল প্রতিবেদক

ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সল্যুশনস (ইউএফসি) নামের সম্পদ ব্যবস্থাপক পরিচালিত চারটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড থেকে ১৮৫ কোটি টাকা আত্মসাতের ঘটনার পরিপ্রেক্ষিতে আরও কয়েকটি মিউচুয়াল ফান্ডের সম্পদ খতিয়ে দেখছে বিএসইসি। এ বিষয়ে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে নিরীক্ষা প্রতিষ্ঠান আহমেদ জাকের অ্যান্ড কোং শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি বা মিউচুয়াল ফান্ডের বহিঃনিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। গতকাল বুধবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এমন আদেশ জারি করেছে। সংস্থাটির মুখপাত্র রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। ইউএফসি পরিচালিত চারটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড থেকে ১৮৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় নিরীক্ষা প্রতিষ্ঠানটির বক্তব্য জানতে শুনানিতে ডেকেছিল বিএসইসি। কিন্তু নিরীক্ষা প্রতিষ্ঠানটি এতে অংশ নেয়নি। এ কারণে সব কোম্পানি এবং সব মিউচুয়াল ফান্ডের নিরীক্ষা কাজে প্রতিষ্ঠানটির প্রতি সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে বিএসইসি।

ইউএফএস পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলো হলো- ইউএফএস-আইবিবিএল শরিয়াহ ইউনিট, ইউএফএস-পপুলার লাইফ ইউনিট, ইউএফএস-পদ্মা লাইফ ইসলামিক ইউনিট এবং ইউএফএস-ব্যাংক এশিয়া ইউনিট। এসব ফান্ডের অধীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৪০০ কোটি টাকার বেশি বিনিয়োগ ছিল। অভিযোগ উঠেছে, ফান্ডগুলো থেকে সম্পদ ব্যবস্থাপক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর অর্থ আত্মসাৎ করে দুবাই পালিয়েছেন। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির তদন্তে এ অর্থ আত্মসাতের ঘটনা উঠে এসেছে।

নিয়ন্ত্রক সংস্থা সূত্রে জানা গেছে, ইউএফএসের অর্থ আত্মসাতের ঘটনা ফাঁসের পর অ্যালায়েন্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামক সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির অধীন দুই মিউচুয়াল ফান্ডের সম্পদ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখছে বিএসইসি। প্রাথমিকভাবে এ সম্পদ ব্যবস্থাপকের অধীন পরিচালিত দুটি মিউচুয়াল ফান্ডের প্রায় ৭০ কোটি টাকা বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে বিএসইসি। এর বাইরে দেশের শীর্ষ তিন সম্পদ ব্যবস্থাপক কোম্পানি রেস, এলআর গ্লোবাল ও আইসিবি এএমসিএলের অধীন পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলোর নিরীক্ষা প্রতিবেদনে সম্পদ, বিনিয়োগ ও আয় সম্পর্কিত যেসব তথ্য দিয়েছে, এর যথার্থতা যাচাই করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পর্যায়ক্রমে সব মিউচুয়াল ফান্ডের সম্পদ যাচাই করবে নিয়ন্ত্রক সংস্থা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com