পাউবোর জমি দখল করে দোকান নির্মাণ

প্রকাশ: ১৯ জানুয়ারি ২৩ । ১৯:০৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২৩ । ১৯:০৪

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

নির্মাণ করা দোকান। ছবি-সমকাল

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদেরের বিরুদ্ধে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার তোরাবগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে গত বুধবার রাতে তিনি এ দোকান নির্মাণ করেন। খবর পেয়ে পাউবোর কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত নেতা গা-ঢাকা দেন।

জানা গেছে, একদিন আগে ওই স্থানে তিনি দোকান নির্মাণের প্রস্তুতি নিলে উপজেলা প্রশাসন বাধা দেয়। সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় তহশিলদার বুধবার গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। তবে তিনি তা অমান্য করে রাতের আঁধারে নির্মাণকাজ শেষ করেছেন। আব্দুল কাদের উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন। পাউবোর রাজস্ব কর্মকর্তা কাজী শাহীন বিন কাশেম বলেন, দোকান নির্মাণের খবর জানতে পেরে বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়েছেন। তবে দখলদার গা-ঢাকা দেওয়ায় তাঁরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা বলেন, নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পরও আব্দুল কাদের অমান্য করেছেন। পাউবোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com