দূরের সাহিত্য

বিক্রয়ের রেকর্ড ভেঙেছে 'স্পেয়ার'

প্রকাশ: ২০ জানুয়ারি ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

--

ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির স্মৃতিকথা 'স্পেয়ার' এখন আনুষ্ঠানিকভাবে একটি মেগা বেস্ট সেলার। শুধু তা-ই নয়, বইটির প্রকাশনা সংস্থা র‌্যান্ডম বুক হাউস জানিয়েছে, ১০ জানুয়ারি প্রকাশের প্রথম দিন আত্মজীবনীটির ১৪ লাখ কপি বিক্রি হয়েছে।

ট্রান্সওয়ার্ল্ড পেঙ্গুইন র‌্যান্ডম হাউস ব্রিটেনে বইটি প্রকাশ করেছে। প্রকাশের পরই দেদার বিক্রির খবর আসে। তারা যুক্তরাজ্যে চার লাখেরও বেশি কপি বিক্রি করার ঘোষণা দেয়, যা বইটিকে ব্রিটেনের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া নন-ফিকশন বইয়ের স্বীকৃতি এনে দেয়।

স্পেয়ারের জন্য প্রকাশনা সংস্থাটি ব্যাপক প্রচার চালিয়েছে। হ্যারি আটলান্টিকের উভয় পাশে টেলিভিশন চ্যানেলে উপস্থিত হন। অ্যান্ডারসন কুপারের সিক্সটি মিনিটস অনুষ্ঠানেও রাজকুমার হাজির হন। ১ কোটি ১২ লাখ দর্শক এ সাক্ষাৎকার প্রত্যক্ষ করেছেন। যখন স্টিফেন কোলবার্টের লেট শো দুই বছরের মধ্যে সর্বোচ্চ দর্শকের দেখা পেয়েছিল। হ্যারি উপস্থাপকের সঙ্গে টেকিলা পান করে ওই শোতে উপস্থিত হন।

এক বিবৃতিতে প্রকাশনা সংস্থাটি জানিয়েছে, 'স্পেয়ারের প্রথম দিনের বিক্রি পেঙ্গুইন র‌্যান্ডম হাউস প্রকাশিত যে কোনো নন-ফিকশন বইয়ের জন্য প্রথম দিনের বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি।' প্রথম দিনে বিক্রির তালিকায় আরও রয়েছে এ প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত মিশেল ওবামার 'বিকামিং' ও বারাক ওবামার 'আ প্রমিজড ল্যান্ড'।

বইয়ের দোকান বার্নস অ্যান্ড নোবেলের পরিচালক শ্যানন ডিভিটো নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, 'আমরা প্রতিটি জায়গায় এ বই বিক্রি করেছি এবং আমরা সেগুলো অনেক বেশি মাত্রায় বিক্রি করেছি। সারাদিন বিক্রির বেগ ছিল বিশাল।' বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অ্যামাজন এবং বার্নস অ্যান্ড নোবেলের ওয়েবসাইটে স্পেয়ার ছিল বেস্ট সেলিং বই।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com