
মাকে হত্যা করে ১৯ বছর ধরে পলাতক, অবশেষে গ্রেপ্তার
প্রকাশ: ২০ জানুয়ারি ২৩ । ১১:১৭ | আপডেট: ২০ জানুয়ারি ২৩ । ১১:১৭
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে মাধবপুর উপজেলার ফতেগাজী মাজার থেকে দিপুকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দিপু উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন সরকারে ছেলে।
মাধবপুর থানার অফিস ইনর্চাজ মো. আব্দুর রাজ্জাক জানান, গোপনসূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ২০০৪ সালে দীপু তার মা রসূনবালা সরকারকে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com