
সেচযন্ত্রের ঘর থেকে কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার
প্রকাশ: ২০ জানুয়ারি ২৩ । ২১:০০ | আপডেট: ২০ জানুয়ারি ২৩ । ২১:০০
সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি
সিরাজগঞ্জে একটি সেচযন্ত্রের ঘর থেকে আবু বকর ওরফে আনন্দ নামে এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে চোখসহ শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাকে।
সদর থানা ও সার্কেল অফিসের পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে শুক্রবার সকালে ঘটনাস্থলে যায়। ধারালো অস্ত্র দিয়ে কিশোরটির বাম চোখের মণি গলানো হয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখমের চিহ্নও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আনন্দ গজারিয়ার রফিকুল ইসলামের ছেলে। সে চর-চিলগাছা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নিহত আনন্দের পরিবারের পক্ষ থেকে বলা হয়, 'রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে তার এক বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে সেচযন্ত্রের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।'
পিবিআই পুলিশের এসপি রেজাউল ইসলাম জানান, মরদেহ দেখেই বোঝা যায় যে, হত্যার সময় কিশোরের ওপর প্রতিহিংসার ক্ষোভ মিটিয়েছে অপরাধীরা।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজানুল ইসলাম জানান, পুলিশ বেশ কয়টি বিষয় মাথায় রেখে খুনের মোটিভ বা রহস্য উদ্ঘাটনে কাজ করছে। নেপথ্যে পারিবারিক ঝামেলাও থাকতে পারে। রাতে ডেকে নিয়ে যাওয়া বন্ধুটিকেও খুঁজছে পুলিশ। মামলারও প্রক্রিয়া চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com