নারীর গোপন ভিডিও ছড়ানোর হুমকি, চিকিৎসক গ্রেপ্তার

প্রকাশ: ২১ জানুয়ারি ২৩ । ০০:৫৫ | আপডেট: ২১ জানুয়ারি ২৩ । ০০:৫৫

সমকাল প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর একান্ত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে জোবায়ের আহমেদ (৩৮) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ভুক্তভোগী ওই নারী গত ২২ ডিসেম্বর ভাটারা থানায় ডা. জোবায়েরের বিরুদ্ধে মামলা করেন। মামলার আরজিতে বলা হয়, ২০১৯ সালে ডা. জোবায়েরের সঙ্গে ফেসবুকে পরিচয়। পরে প্রেম হয়। প্রথমে জোবায়ের নিজেকে অবিবাহিত পরিচয় দেন। কিন্তু পরে তাঁর স্ত্রীর কথা জানতে পেরে সরে আসেন ওই নারী। কিন্তু প্রেমের সময়কার অন্তরঙ্গ ছবি ও ভিডিও করে রাখেন জোবায়ের, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিসহ নানাভাবে হয়রানি করে আসছেন।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা জানান, ডা. জোবায়েরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরেকটি মামলা রয়েছে। ভাটারা থানার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com