
ইরানের হুঁশিয়ারি
ইইউর সন্ত্রাসী সংগঠনভুক্ত হলো আইআরজিসি
প্রকাশ: ২১ জানুয়ারি ২৩ । ২২:৪৭ | আপডেট: ২১ জানুয়ারি ২৩ । ২২:৪৭
অনলাইন ডেস্ক

ইরানের ‘ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি)’ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে এই প্রস্তব পাস হয়েছে। এ ছাড়া ইরানের বাসিজ ও কুদস ফোর্সকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে জোটটি। খবর আলজাজিরার।
পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে যে আন্দোলন চলছে তা দমনে ইরান সরকারের পদক্ষেপেরও নিন্দা জানিয়েছে ইইউ। ওই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মৃত্যুদণ্ড এবং রাশিয়ার কাছে ড্রোন বিক্রি নিয়েও প্রতিবাদ জানিয়েছে ২৭ সদস্যের জোটটি। এ ছাড়া ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং আইআরজিসি সম্পর্কিত সব সংস্থাকেই নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব তোলা হয়েছে।
ইইউর এমন পদক্ষেপের বিরুদ্ধে বৃহস্পতিবার তেহরান বড় প্রতিক্রিয়া দেখিয়েছে। আইআরজিসির বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে ইউরোপের বিরুদ্ধে হুঁশিয়ারি বার্তা দিয়েছে দেশটি। ইরানের সম্ভাব্য জবাব কী হতে পারে তা নিয়ে আলোচনা করতে শনিবার পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দেখা করেছেন আইআরজিসি কমান্ডার ইন চিফ হোসেইন সালামি। আইআরজিসি, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনপ্রণেতারা আজ রোববার এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com