
পাঠ্যবইয়ে 'ভুলে' জড়িতদের শাস্তির দাবি
প্রকাশ: ২২ জানুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ২২ জানুয়ারি ২৩ । ১৪:৫৭ | প্রিন্ট সংস্করণ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পাঠ্যবইয়ে 'ভুলের' সঙ্গে জড়িত সবার শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ ছাড়া ভবিষ্যতে তাদের যেন পাঠ্যবই রচনা ও সম্পাদনায় না রাখা হয় সেই দাবিও জানানো হয়েছে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত 'পাঠ্যবইয়ে চৌর্যবৃত্তি, সাম্প্র্রদায়িক বিদ্বেষ ও ইতিহাস বিকৃতি'র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা বলেন, পাঠ্যপুস্তক লিখতে গিয়ে যাঁরা চুরি করেছেন এটি তাঁদের নেহাত ভুল নয়, বরং অপরাধ। চোর-ডাকাতদের যেমন শাস্তি হয় তাঁদেরও শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি তারিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন রাসেল আহমেদ এবং তাওহিদুল ইসলাম তুহিন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com