এল নতুন চন্দ্রবর্ষ, যা বলছে চীনা রাশিচক্র

প্রকাশ: ২২ জানুয়ারি ২৩ । ১৮:২৪ | আপডেট: ২২ জানুয়ারি ২৩ । ১৮:৫৯

অনলাইন ডেস্ক

শুরু হলো নতুন চন্দ্রবর্ষ। আজ রোববার (২২ জানুয়ারি) শুরু হওয়া নতুন এই বছর কার কেমন যাবে? এ বিষয়ে চীনা রাশিচক্র কী বলছে? এ নিয়ে সিএনএন একটি আর্টিকেল প্রকাশ করেছে।  

এতে বলা হয়েছে, ১২ বছরে চীনা রাশিচক্র ক্যালেন্ডারে একটি চক্র ধরা হয়। এই ক্যালেন্ডারে ১২টি ভিন্ন প্রাণী রাশিচক্রের চিহ্ন হিসেবে প্রতিনিধিত্ব করে। কারও প্রতীক কোন প্রাণীটি হবে, তা নির্ভর করে তার জন্মের বছর কোনটি তার ওপর। এছাড়াও ১০টি স্বর্গীয় কান্ড ও ১২টি পার্থিব শাখা নিয়ে গঠিত একটি জটিল চক্রের হিসাব রাশি নির্ধারণে বিবেচ্য হয়ে থাকে। 

নতুন বছরে অনেক মানুষ তাদের রাশিচক্র সম্পর্কে জানতে আগ্রহী। বছরটি কেমন কাটবে তা গণনা করতে চীনা রাশিতত্ত্বে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকেন অনেকে। সূক্ষ্ম হিসাব-নিকাশের মাধ্যমে বিশেষজ্ঞ এ বিষয়ে বাণী ও পরামর্শ দিয়ে থাকেন। 

চলুন জেনে নেওয়া যাক, কেমন যাবে নতুন চন্দ্রবর্ষ? 

খরগোশ

এটি খরগোশ প্রতীকের মানুষের নিজস্ব রাশিচক্রের বছর। এ প্রতীকের মানুষ বছরটিতে নানা বাধা ও অস্থিরতার ভেতর দিয়ে যাবেন। তাদের স্বাস্থ্য, কর্মজীবন ও সম্পর্কে বড় পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে।

ড্রাগন

নতুন বছরটি ড্রাগন প্রতীকের মানুষের জন্য একটি সুন্দর বছর হতে যাচ্ছে। কোনো শনির দশা তাদেরকে স্পর্শ করবে না। গ্রীষ্ম ও শরৎকালে জন্মগ্রহণকারীদের জন্য স্বাস্থ্য ছাড়া আর কোনো বিষয়ে বড় কোনো উদ্বেগ নেই। 

সাপ

এ প্রতীকের মানুষ এ বছর সুসংবাদ ও প্রাচুর্য উপভোগ করবেন। কারণ, ভ্রমণ ও সৌভাগ্যের তারকা এ রাশির মানুষের ওপর রাজত্ব করবে। 

অশ্ব বা ঘোড়া

ঘোড়া প্রতীকের মানুষের জন্য এটি একটি উজ্জ্বল বছর। পেশাগত জীবনে তাদের জন্য অপেক্ষা করছে নতুন নতুন সুযোগ। অনেক শুভাকাঙ্ক্ষী হাত রাখবেন তাদের কাঁধে। সম্পর্কের দারুণ উষ্ণতা উপভোগ করবেন অশ্ব প্রতীকের মানুষ। আর বিয়ের জন্য তো এটি একটি উৎকৃষ্ট বছর হতে পারে।

ছাগল

এই প্রতীকের মানুষের জন্য বছরটি ইতিবাচক। তবে একইসঙ্গে বছরটি ক্লান্তিকরও হতে পারে। সেজন্য এ প্রতীকের মানুষকে নিজের যত্ন নিতে হবে। নিতে হবে প্রয়োজনে বিশ্রামও।

বানর

বছরজুড়ে কর্মক্ষেত্রে প্রশংসায় ভাসবেন এ প্রতীকের মানুষেরা। তবে বেপরোয়া জীবনযাপনের লাগাম টেনে ধরা উচিত অবশ্যই। এই রাশির যেসব মানুষ খেলাধুলা পছন্দ করে, তাদের কিছুটা সাবধান থাকা ভালো। 

মোরগ

মোরগ প্রতীকের মানুষের জন্য মন শক্ত করার বিকল্প নেই এ বছর। প্রচুর পরিবর্তন অপেক্ষা করছে তাদের জীবনে। অস্থির সময়ে ভ্রমণের হাতছানি রয়েছে এই রাশির জাতক-জাতিকার জীবনরেখায়। 

কুকুর

কুকুরের প্রতীকের মাসে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য বছরটি আনন্দদায়ক। কর্মক্ষেত্রে সাফল্য ও আর্থিক উল্লেখযোগ্য অগ্রগতি অপেক্ষা করছে তাদের ভাগ্যে। তবে এ বছর নিজেকে নম্র রাখতে হবে। অন্যদের পরামর্শ ও মতামত শুনতে হবে মনোযোগ দিয়ে। 

শূকর

এ প্রতীকের মানুষদের জন্য বছরটি ইতিবাচক কাটবে। তবে অতিরিক্ত কাজের চাপ প্রভাব ফেলতে পারে স্বাস্থ্যের ওপর। তাই কাজ ও বিশ্রামের ভারসাম্য বজায় রাখতে হবে।

ইঁদুর

চিরদিন কারও যায় না সমান। তাই কঠিন সময় এলে মনে রাখতে হবে, কখনোই সর্বাত্মক খারাপ বলে কিছু হয় না। স্বাস্থ্য ও কাজের ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। 

ষাঁড় 

ষাঁড় প্রতীকের মানুষ একটি উত্তেজনাপূর্ণ বছর উপভোগ করতে যাচ্ছেন। ভ্রমণ ও ভাগ্যের তারা জ্বলজ্বল করছে। নতুন সুযোগ আসবে। বাড়বে অর্থসম্পদ। 

বাঘ

বাঘ প্রতীকের মাসে জন্ম নেওয়াদের জন্য বছরটি কঠিন বটে, তবে শিগগিরই সৌভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। তাই হতাশাকে পাশে ঠেলে ধৈর্যের পালে হাওয়া দিতে হবে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com