করোনায় ১২ দিন মৃত্যুহীন, ১২ রোগী শনাক্ত

প্রকাশ: ২৩ জানুয়ারি ২৩ । ১৭:২৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২৩ । ১৭:২৭

সমকাল প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে মৃত্যু হয়নি কারও। এতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৫৬ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪১ শতাংশ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৮টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১২ রোগী শনাক্ত হয়।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৪৫৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪১ জন রয়েছে।

সবশেষ ১১ জানুয়ারি দেশে কোভিডে ১ জনের মৃত্যুর খবর এসেছিল। তারপর গত ১২ দিন ধরে কোভিডে মৃত্যুহীন বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় ২১০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯১ হাজার ১৭০ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৫ জনই চট্টগ্রাম জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে দুইজন এবং ঢাকা, কক্সবাজার, রংপুর ও নীলফামারীতে একজন করে নতুন রোগী ধরা পড়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com