
সৌম্য রান পেলেন, বাকিরা এলেন-গেলেন
প্রকাশ: ২৪ জানুয়ারি ২৩ । ২০:২৬ | আপডেট: ২৪ জানুয়ারি ২৩ । ২০:২৮
স্পোর্টস ডেস্ক

ছবি: ফেসবুক থেকে নেওয়া
ঢাকা ডমিনেটর্সের ওপেনার সৌম্য সরকার আক্ষেপ করে বলতে পারেন- আমিও রান পেলাম, বাকিরাও ব্যাটিং ভুলে গেল। তার সঙ্গে ঘটেছে এমন ঘটনা। তিনি রানের দেখা পেয়েছেন। আর দলের আসা-যাওয়ার মিছিল করেছেন। সৌম্য সরকার আগের সাত ম্যাচে ঢাকার হয়ে করেছিলেন ৫৫ রান। দু’বার শূন্য রানে ফিরেছিলেন তিনি।
এবার খুলনা টাইগার্সের বিপক্ষে সাতক্ষীরার ছেলে সৌম্য খেললেন ৫৭ রানের ইনিংস। ওপেনিংয়ে নেমে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ৪৫ বল খেলে ছয়টি চার ও দুটি ছক্কা তোলেন। কিন্তু দলের বাকি দশজন ৫৭ রানও করতে পারেনি। ঢাকা তাই দুই বল থাকতে ১০৮ রানে অলআউট হয়েছে।
সৌম্য সঙ্গী ওপেনার মিজানুর ১ রান করেন। পরের দুই ব্যাটার শূন্য করে ফিরে যান। ৮ রানে তিন উইকেট হারায় ঢাকা। পরের তিন ব্যাটার অ্যালেক্স ব্লাকে (৩), নাসির হোসেন (৫) ও আরিফুল ইসলামও (৩) চূড়ান্ত ব্যর্থ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন তাসকিন আহমেদ। পেসার আল আমিন ১০ রান করলে একশ’ ছাড়ায় ঢাকা।
ঢাকাকে ধসিয়ে দিয়েছেন খুলনার দুই স্পিনার নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম। বাঁ-হাতি স্পিনার নাসুম ৪ ওভারে ১১ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। নাহিদুল ইসলাম ৪ ওভারে দিয়েছেন মাত্র ৬ রান। তুলে নিয়েছেন চারটি উইকেট।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com