ঘূর্ণিঝড় সিত্রাং বিষয়ে সেমিনার

ক্ষতি কমাতে বাড়াতে হবে পূর্বাভাসভিত্তিক পর্যবেক্ষণ

প্রকাশ: ২৪ জানুয়ারি ২৩ । ২১:৫৯ | আপডেট: ২৪ জানুয়ারি ২৩ । ২১:৫৯

সমকাল প্রতিবেদক

ঘূর্ণিঝড় সিত্রাং-এর সময় তোলা ছবি

ঘূর্ণিঝড়ে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাসভিত্তিক পর্যবেক্ষণ বাড়ানোয় তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানান, আগের তিনটি ঘূর্ণিঝড় থেকে সিত্রাং একটু ভিন্ন ছিল। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও ফসলের। সিত্রাংয়ের গতিপথ বিক্ষিপ্ত থাকার পরও ১০ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে পূর্বাভাসভিত্তিক পর্যবেক্ষণ বড় ভূমিকা রাখতে পারে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয় প্রয়োজন।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে ঘূর্ণিঝড় সিত্রাং বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তাঁরা। রেড ক্রিসেন্ট সোসাইটি এর আয়োজন করে।

রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্‌হাবের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির উপমহাসচিব সুলতান আহমেদ, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের হেড অব ডেলিগেশন সঞ্জীব কুমার কাফলে প্রমুখ।

সেমিনারে বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের সাবেক পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। স্বাগত বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম।

প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, সঠিক মনিটরিংয়ের ফলে ঘূর্ণিঝড় আম্পানের সময় উপকূলীয় এলাকার ২৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছিল। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের গতিপথ বিক্ষিপ্ত থাকার পরও ১০ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া গেছে। তাই দুর্যোগ মোকাবিলায় শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় প্রয়োজন।

মাহবুবা নাসরীন বলেন, প্রাকৃতিক দুর্যোগে দেশে মৃত্যুহার অতীতের চেয়ে কমেছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ১৭ জনের মৃত্যু হয়। তবে সরাসরি ঘূর্ণিঝড়ে নয় বরং অন্য কারণে বেশি মৃত্যু হয়েছে। এসব কারণ অনুযায়ী খাতভিত্তিক, স্থানিক ও সমন্বিত নীতিমালা নিতে হবে।

এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হচ্ছে মূল চাবিকাঠি। ঘূর্ণিঝড়সহ যে কোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সহায়তা দিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রস্তুত আছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com