
ক্যামেরা বৃত্তান্ত
প্রকাশ: ২৫ জানুয়ারি ২৩ । ০০:০০ | আপডেট: ২৫ জানুয়ারি ২৩ । ১১:০৫ | প্রিন্ট সংস্করণ
আজহার মাহমুদ

আধুনিকতার আদলে বর্তমানে ক্যামেরা হয়ে পড়েছে অনেক সহজলভ্য। ভালো ছবি তোলার জন্য বাজারে অনেক ভালো মানের পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা রয়েছে, যার অটো মুড ব্যবহার করেই অনেক সুন্দর ছবি তোলা যায় সহজে। তবে ব্যবহার করতে গেলে ক্যামেরা সম্পর্কে জানাটা জরুরি।
এ বিষয়ে ফটো সাংবাদিক মুরাদ হাসান বলেন, ক্যামেরার রেজুলেশন একটা বড় দিক। রেজুলেশন যত ভালো হয়, তত ছবি ভালো আসে। বর্তমানে ক্যাননের ক্যামরাগুলোর রেজুলেশন বেশ ভালো। বর্তমানে নতুন নতুন মডেল আসছে ক্যামেরার। ৩০ হাজার থেকে ৫-৬ লাখ টাকায় বাজারে বিভিন্ন মানের ক্যামেরা পাওয়া যাবে বলেও তিনি জানান।
নতুন ক্যামেরা ব্যবহারকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'প্রথমেই দামি ক্যামেরা দিয়ে শুরু করতে হবে তা নয়। স্বল্প দামে ক্যামেরা নিয়ে প্রথমে কাজ শুরু করতে পারে নতুনরা। এতে করে প্রথম প্রথম ক্যামেরা দিয়ে ছবি তোলার বিভিন্ন অ্যাঙ্গেল বুঝতে পারবে। তাই প্রাথমিক পর্যায়ে দামি ক্যামেরা কেনার প্রয়োজন নেই।'
বাজারে বর্তমানে কপি ক্যামেরাও পাওয়া যায়। তাই ক্যামেরা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই গ্যারান্টি ও ওয়ারেন্টি ছাড়া না কেনার পরামর্শও দেন এই গণমাধ্যমকর্মী।
বর্তমানে যেসব ক্যামেরার প্রচলন বেশি
ফুজিফিল্ম এক্স-টি২:এটি একটি মিররলেস ডিজিটাল ক্যামেরা। ফটোগ্রাফি করতে আপনার যা প্রয়োজন তার সবকিছুই রয়েছে এ ক্যামেরাটিতে। ক্যামেরাটির হাইলি র্যান্ডমপিক্সেল এবং এটির এক্স-প্রসেসর প্রো-ইমেজ প্রসেসিং ইঞ্জিনটি অনেক দ্রুতগতির। গ্রেন এফেক্ট ফাংশন সব ধরনের ফিল্ম সিমুলেশন মোডের সঙ্গে একত্র হয়ে টেকচার অ্যাড করে একটি ভালক্রিয়েটিভ আউটপুট দিতে সক্ষম। এটির ফোকাস লিভার ওপর-নিচ, ডান-বাম এবং তির্যকভাবসহ আটটি দিক দিয়ে ফোকাস পরিবর্তন করা যায়। এটির দুটি মেমোরি কার্ড স্লট রয়েছে। ল্যান্ডস্কেপ শুটিং করার সময় এটি ওপরে ও নিচে ঘুরতে হয় এবং প্রতিকৃতিতে শুটিং করার সময় ওপরের দিকে কাত করে শুটিং করতে হয়। ক্যামেরাটি উচ্চমানের ছবি দিতে সক্ষম।
সনি আলফা এ৬০০০ :এই মিররলেস ডিজিটাল ক্যামেরাটি ফটোগ্রাফি ছাড়াও বিভিন্ন ইভেন্ট কাভার করার জন্য অসাধারণ একটি ডিভাইস। ক্যামেরাটিতে রয়েছে উচ্চতর রেজুলেশন। সেই সঙ্গে ছবির গুণগতমান এবং সেনসিভিটির জন্য কাঠামোতে রয়েছে অন-চিপ লেন্স। ক্যামেরাটি ন্যাচারাল ডিটেইলস, সমৃদ্ধ টোনাল গ্রেডেশন্স, কম শব্দ সহকারে অনেক বেশি বাস্তব চিত্র ও ভিডিও নিতে সক্ষম। পরিবর্তনযোগ্য লেন্স এবং ই-মাউন্ট সিস্টেম বাজারের অন্য যে কোনো ক্যামেরার তুলনায় সেরা। ক্যামেরাটিতে সাতটি কাস্টমাইজেবল বোতাম রয়েছে, যার সাহায্যে ৪৭৪টির মধ্য থেকে যে কোনো ফাংশন নির্ধারণ করা যায়।
নাইকন ডি৭২০০ :এটি একটি জনপ্রিয় ক্যামেরা। এ ক্যামেরাটিতে রয়েছে বিল্ট-ইন ওয়াই-ফাই ফিল্ড কমিউনিকেশন সিস্টেম; যার মাধ্যমে আপনার ক্রিয়েটিভ ভিশন শেয়ার করতে পারবেন যে কোনো সময়। ক্যামেরাটিতে ওঠানো ছবি খুবই সূক্ষ্ণ ও স্পষ্ট আর ধারণকৃত ভিডিও একেবারে জীবন্ত; যা আপনার ক্রিয়েটিভিটিকে আরও বাড়িয়ে তুলতে সক্ষম। একাধারে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আলোতে শুট করতে পারেন যে কোনো ইভেন্ট। এ ডিভাইসটি সবসময় আপনাকে পিওর ও সূক্ষ্ণ ফটো এবং ভিডিও করার নিশ্চয়তা দেবে। এতে রয়েছে সহজে ফটো ব্রাউজ করার সুবিধা, যেখানে সহজে ক্যাপচার করা ফটো বা ভিডিও অনলাইনে পোস্ট বা শেয়ার করতে পারবেন। আপনার স্মার্ট ডিভাইসটি ডি৭২০০-এর রিমোট হিসেবে ব্যবহার করতে পারেন। এক কথায় বলা যায় প্রফেশনাল প্রডাক্ট ফটোগ্রাফিসহ অন্য যে কোনো প্রয়োজনে এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
ক্যানন ইউস রেবেল টি৭আই:এ ক্যামেরাটি ফিল্ম তৈরি বা ভিডিও ব্লগের জন্য পারফেক্ট একটি ডিভাইস। আকারে অনেক ছোট হওয়ায় এর হালকা ওজন এবং সহজ ব্যবহার আপনার ভালো লাগবে। যাঁরা নতুন এবং মধ্যম পর্যায়ের ব্যবহারকারী তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত জিনিস। ডিভাইসটির বোতামগুলো সব ঠিক সেখানেই যেখানে আপনি চান। ফলে নতুনদেরও খুঁজে পেতে খুব একটা সমস্যা হবে না। এটি সহজে ব্যবহারযোগ্য এবং প্রফেশনাল ফিচার সমৃদ্ধ চমৎকার একটি প্যাকেজ। ডিভাইসটির সঙ্গে একটি দুর্দান্ত টাচ স্ট্ক্রিন রেয়ার এলসিডি রয়েছে, যেখানে আপনি আপনার আঙুল ব্যবহার করে দ্রুত ফাংশন পরিবর্তন করতে পারবেন। অনেকটা আপনার স্মার্টফোনের মতো করেই সহজে সেটিংস পরিবর্তন করতে পারবেন। যে কোনো ইভেন্ট কাভারসহ প্রডাক্ট রিভিউ, বিজ্ঞাপন তৈরির কাজে এ ক্যামেরার পারফরম্যান্স চমৎকার।
ক্যামেরা কেনার আগে যেসব বিষয় জানা উচিত
ই-কমার্স/অনলাইন শপের জন্য বা পেশাদার ফটোগ্রাফার হিসেবে আপনি যখন ফটোগ্রাফি করার সিদ্ধান্ত নেবেন এবং ক্যামেরা কিনতে চাচ্ছেন, তখন আপনার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা উচিত। পেশাদার ফটোগ্রাফির তুলনায় প্রডাক্ট ফটোগ্রাফিতে কাস্টমাইজেশন বেশি প্রয়োজন পড়ে। যদিও প্রতিটি ডিএসএলআর ক্যামেরায় অটো সেটিংস রয়েছে; তবে পেশাদার ফটোগ্রাফাররা আরও ভালো শট পেতে ক্যামেরার ম্যানুয়াল সেটিংস ব্যবহার করে কাস্টমাইজ শট নিতে পছন্দ করেন। আলো, স্থান এবং প্রডাক্টের ক্যাটাগরি বিবেচনা করে প্রত্যেক ফটোগ্রাফারের নিজস্ব ফটোগ্রাফি স্টাইল থাকে।
তাই তাঁদের প্রয়োজন অনুসারে ক্যামেরাকে কনফিগার করে ব্যবহার করেন। সুতরাং আপনাকে অবশ্যই ম্যানুয়াল মুডযুক্ত একটি ক্যামেরা কিনতে হবে। আপনি যদি শিক্ষানবিশ হন হয়তো এটি আপনাকে প্রাথমিক অবস্থায় কনফিউজ করবে; তবে একটু সময় দিলে ক্যামেরার সঙ্গে প্রদত্ত গাইডলাইন আপনাকে ক্যামেরা মোডের সঙ্গে সামঞ্জস্য করতে সহায়তা করবে। আপনি আলোস্বল্পতা, ফোকাস শিফটিং, মোশন ব্লার, রিফ্লেকশন ছাড়াও আরও কিছু সমস্যার মুখোমুখি হবেন; যার সমাধান করতে হলে আইএসও, শাটার গতি, অ্যাপারচার, ফোকাস অপশনসহ আরও অনেক সেটিংসের সাহায্য নিয়ে সামঞ্জস্য করতে হবে; যা শুধু ম্যানুয়ালি ক্যামেরা কনফিগারেশনের মাধ্যমে সম্ভব।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com