
গোল্ডেন গ্লোব জয়ের পর অস্কারেও মনোনয়ন পেল 'নাটু নাটু'
প্রকাশ: ২৫ জানুয়ারি ২৩ । ১২:৩৭ | আপডেট: ২৫ জানুয়ারি ২৩ । ১২:৩৮
বিনোদন ডেস্ক

সদ্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতার পর এবার দক্ষিণ ভারতীয় ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’পেয়ে গেল অস্কার ২০২৩-এর মনোনয়নও।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঘোষণা করা হয়েছে ৯৫তম অস্কার অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়ন তালিকা। প্রকাশিত এই তালিকায় ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে সেরা পাঁচে মনোনয়ন পেয়েছে এসএস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমা ‘আরআরআর’এর নাটু নাটু গানটি।
এ ছাড়াও ভারতের বাঙালি পরিচালক শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ অস্কারের ‘বেস্ট ডকুমেন্টরি ফিচার’ বিভাগে মনোনয়ন পেয়েছে। এর আগে এই তথ্যচিত্রটি কান চলচ্চিত্র উৎসবে সেরার শিরোপা জিতে নিয়েছিল।
এদিকে ‘সেরা বিদেশি ভাষা’র সিনেমা বিভাগে ফের একবার হতাশায় পুড়ল ভারত। চলতি বছর ভারতের পক্ষ থেকে অস্কারের আনুষ্ঠানিক এন্ট্রি ছিল গুজরাটি সিনেমা ‘ছেল্লো শো’ (দ্য লাস্ট ফিল্ম শো), পাশাপাশি স্বপ্ন ছিল ‘ট্রিপল আর’ নিয়েও। তবে দুটি সিনেমাই চূড়ান্ত মনোনয়নের তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।
তবে ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে অস্কার নমিনেশন জিতে নেওয়ায় উচ্ছ্বসিত ‘ট্রিপল আর’ টিম। তেলেগু গান হিসেবে এ যে তাদের কাছে বিরাট প্রাপ্তি। সিনেমাটির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে- ‘আমরা ইতিহাস গড়েছি’। সঙ্গে সংযোজন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ৯৫তম অস্কারের আসরে নাটু নাটু গানটি সেরা মৌলিক গানের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।’
আগামী ১২ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বার্ণাঢ্য আসর। শেষ হাসি হাসতে ‘নাটু নাটু’কে হারাতে হবে ‘অ্যাপ্লস’, ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘লিফট মি আপ’, ‘দিস ইজ লাইফ’-এর মতো জনপ্রিয় চারটি গানকে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com