
বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল
প্রকাশ: ২৫ জানুয়ারি ২৩ । ১৩:০৫ | আপডেট: ২৫ জানুয়ারি ২৩ । ১৩:০৫
অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা প্রদান
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ‘বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা-২০২৩’ পেয়েছেন। বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে সোমবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য ও সঙ্গীত মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু তাঁকে এই সম্মাননা পদক প্রদান করেন। সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সৈনিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তালুকদার সারওয়ার আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
লায়ন মো. গনি মিয়া বাবুল প্রায় ৩০ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন।
তাঁর নিজ জন্মস্থান গাজীপুরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করে আসছেন। সংবাদ বিজ্ঞপ্তি
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com