
বাউবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি আনোয়ারুল ইসলাম-সাধারণ সম্পাদক সাত্তার
প্রকাশ: ২৫ জানুয়ারি ২৩ । ২১:৪৫ | আপডেট: ২৫ জানুয়ারি ২৩ । ২১:৪৫
অনলাইন ডেস্ক

(বাঁ থেকে) সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার। ছবি-সংগৃহীত
বাংলাদেশ উন্মমুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম পূর্ণ প্যানেল জয়লাভ করেছে। সভাপতি পদে অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. আব্দুস সাত্তার জয়লাভ করেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসের সেমিনার হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজয়ী অন্যান্যরা হলেন- সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মশিউর রহমান, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে অধ্যাপক ড. কেএম রেজানুর রহমান, অধ্যাপক ড. সোয়াইব আহমেদ, অধ্যাপক ডা. সরকার মো. নোমান, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ড. মোহাম্মদ আব্দুল হামিদ, মেহেরীন মুনজারীন রত্না, ড. মো. শহীদুর রহমান, সুমা কর্মকার ও মো. শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট তিনটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করে। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম ও জাতীয়তাবাদী মনোনীত পৃথক দুইটি প্যানেল।
এছাড়া সভাপতি পদে মো. মিজানুর রহমান সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৩৭ জন।
প্রধান নির্বচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্কুল অব এডুকেশনের ডিন প্রফেসর সুফিয়া বেগম। সংবাদ বিজ্ঞপ্তি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com